সম্পাদকীয়, ফেব্রুয়ারি- ২০২১ : ফেব্রুয়ারি মাস হলো ভাষার মাস। এই মাসে আমরা স্মরণ করি আমাদের ভাষা শহীদদের। যাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের মুখের ভাষা। পুরো পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা কিনা নিজের মায়ের ভাষার জন্যে বুকের তাজা প্রাণ দিয়েছে হানাদার পাকিস্তানীদের বুলেটে। আর আমাদের এই ভাষা সৈনিকদের স্মরণ করেই মূলত আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি অনেক কিছুতে। আমাদের আরো এগিয়ে যেতে হবে সেই সাথে আমাদের ভাষাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের খুঁজে দেখতে হবে কোথায়-কোথায় আমরা আমাদের ভাষাকে অবহেলা করি। আর দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যাতে আমরা এর থেকে বের হতে পারি ও আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে নিজস্ব অবদান রাখতে পারি।
শুধু নিজের ভাষাকে সম্মান দেখনোই যথেষ্ট নয়। দরকার অন্যের মাতৃভাষাকে কদর করা। প্রায়শই দেখা যায় উপজাতিরা অন্যদের সামনে নিজেদের ভাষায় কথা বলতে হীনতার স্বীকার হয়। অন্যরা তাদের ভাষাকে নিয়ে হাসি-ঠাট্টা করে। তাই তারাও অপমানবোধ করে। এমনই যদি হয়, তাহলে জাতি হিসেবে আমাদের অহংকারের জায়গাটা আর থাকে না। গর্ব করে বলার মতো আর থাকে না যে ভাষার জন্যে আমরা প্রাণ দিয়েছি।
এই মাসে আমাদের অর্থনৈতিক খাতের সুখবর হলো, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভকে মাইলফলক অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এই অর্জন বিগত ১২ বছরের পরিশ্রম, পরিকল্পনা ও প্রচেষ্টার ফল। বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। এই কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি।’ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি এই অর্জন উৎসর্গ করছি দেশের নতুন প্রজন্মকে। যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।’
![]() |
সবকিছুর উর্ধ্বে আমাদের উত্তম মানসিকতা |
সবকিছুর উর্ধ্বে হলো আমাদের উত্তম মানসিকতা। যাদের মন-মানসিকতা নিচু তারা চাইবে দেশ, সমাজ, পরিবার ও অন্যের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখতে ও সবাইকে বিপদে ফেলতে। আমাদের উচিত সবার অশুভ প্রচেষ্টা উপেক্ষা করে এগিয়ে যাওয়া। আর এইভাবেই আমরা এগিয়ে যাবো কেননা সব কিছু মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে।
‘জীবন ও সমাজ’ হলো একটি মাসিক অনলাইন ম্যাগাজিন পোর্টাল। আর মাস শেষে ‘সম্পাদকীয়’-এর মাধ্যমে মাসিক ম্যাগাজিনের পরিপূর্ণতা লাভ করে। আর এই মাসের আয়োজনে ছিল :