জীবন ও সমাজ ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, ভাতিকান সিটির দুপর ১২টা ও বাংলাদেশ সময় বিকাল ৫টায় পুণ্যপিতা পোপ ফ্রন্সিস চট্টগ্রাম আর্চডায়োসিসের জন্যে বিশপ লারেন্স সুব্রত হাওলাদার সিএসসিকে আর্চবিশপ হিসেবে নিয়োগ দেন।
উল্লেখ্য তিনি সহকারি বিশপ হিসেবে পর, প্রথমবারের মতো ০৭ মে ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চট্টগ্রাম আর্চডায়োসিসে তার পালকীয় সেবা দিয়েছিলেন। পরে চট্টগ্রাম আর্চডায়োসিসেই ৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দে বিশপ হিসেবে মনোনীত হন এবং বরিশাল ধর্মপ্রদেশে ২৯ জানুয়ারি, ২০১৬ খ্রিস্টাব্দে তার অধিষ্ঠান হয়।
![]() |
বিশপ লরেন্স সুব্রত হাওলাদার : চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের নতুন আর্চবিশপ |
আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএসসি ১৯৬৫ খ্রিস্টাব্দে ১১ সেপ্টম্বর নবগ্রাম গোলপুকুরপার, বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তিনি যাজক পদে অভিষিক্ত হন।
বাংলাদেশ মণ্ডলী তথা চট্টগ্রাম আর্চডায়োসিসের এই নতুন পরিচালক, আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএসসিকে জীবন ও সমাজ অনলাইন ম্যাগাজিনের সম্পাদক মণ্ডলী ও পাঠকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি ।