কাইনমারী, মোংলায় জোরপূর্বক খ্রিস্টানদের জমি দখল

নিজস্ব প্রতিনিধি :  কাইনমারী মৌজার ০.২৮ একর জমি, শেলাবুনিয়া ধর্মপল্লীতে আইনগতভাবে স্থানীয় নিষেধাজ্ঞা জারি ও নোটিশ টানানোর পরও দখলদারীরা তাদের নির্মাণকাজ ও মাটি কেটে ইমারত নির্মাণকাজ চলমান রেখেছে। 



মোকাল মোংলা সহকারী জজ আদালত, বাগেরহাট-এ জমির বৈধ মালিক দিপায়ন পাড়ই বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করেছেন বিবাদী পক্ষ এ, জেড, এম, তৌহিদুর রহমন ও জাহিদুল ইসলাম-এর বিরুদ্ধে। এছাড়াও, বিজ্ঞ সহঃ জজ মোংলা) আদালত, বাগেরহাটে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা নং ১৫৭/২৩ বাদীপক্ষ দীপায়ন পাড়ই মোকদ্দমা চলমান রেখেছেন। 


এছাড়াও, বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য। 


ইতোমধ্যে, উচ্চ আদলতে সকল বৈধ দলিলাদি জমাসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেছেন বাদীপক্ষ। পরিতাপের বিষয় হলো, এই বেদখলকারীদের মধ্যে সরকারী কর্মকর্তারা সরাসরি জড়িত আছেন। ফলে, দখলকৃত জমি উদ্ধার করা যায়নি এখনও। খ্রিস্টানদের এই দুর্দিনে প্রয়োজন প্রত্যক্ষ সাহায্যের।   




Post a Comment

Previous Post Next Post