বাংলাদেশে ধর্মচর্চা, ধর্ম অনুশীলন এবং ধর্মপ্রচার বিষয়ে সরকার সবসময় সহযোগিতা করে যাবে বলে আশ্বস্ত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আরো পড়ুন: ফাদার টেরেন্স রড্রিগস্ চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের নতুন ভিকার জেনারেল
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ হাউজে এক মতবিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রামের জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জা চারশো বছরের পুরোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে স্কুল, কলেজ এবং হাসপাতাল আছে। এতিম, দু:স্থ ও বিধবাদের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার বিষয় খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, ‘মনে রাখতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি মানবতার সেবায়ও আমাদের নিয়োজিত থাকা দরকার। বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে আপনারা সমসাময়িক বিষয় যেমন- ডেঙ্গু, মাদক, স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেমিনার বা আলোচনা সভার আয়োজন করতে পারেন। এতে সবার মাঝে সৌহার্দ্যে ও ভ্রাতৃত্ব বোধ জেগে উঠবে।’
![]() |
এর আগে তিনি গির্জা এবং সংলগ্ন কবরস্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, চট্টগ্রাম আর্চডায়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্সের সভাপতিত্বে জেলা প্রশাসক ফরিদা খানম |
‘আবহমান কাল থেকেই এদেশে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।'
আরো পড়ুন: বছরের শেষদিন অনন্তধামে পোপ ষোড়শ বেনেডিক্ট
তিনি বলেন, বহুবছর ধরে এদেশে বিভিন্ন ধর্ম এবং উপাসনালয় পাশাপাশি অবস্থান করছে এবং ধর্মচর্চা করে যাচ্ছে।
‘তবে একশ্রেণীর দুর্বৃত্ত মাঝেমধ্যে উপাসনালয়ে হামলা চালায়। মনে রাখবেন, রাষ্ট্র পক্ষপাতহীনভাবে প্রতিটি ধর্মের পাশে আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই- ধর্মচর্চা, ধর্ম অনুশীলন এবং ধর্মপ্রচার বিষয়ে সরকার সবসময় সহযোগিতা করে যাবে,’ তিনি বলেন।
আরো পড়ুন: মিসরের গির্জায় আগুন
এর আগে তিনি গির্জা এবং সংলগ্ন কবরস্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, চট্টগ্রাম আর্চডায়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্সের সভাপতিত্বে জেলা প্রশাসক ফরিদা খানম, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রামের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও এসময় বক্তব্য রাখেন।