দীর্ঘ ২৭ বছরের ফোরাম, বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম নির্বাচনের মধ্য দিয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি পেয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল মিল্টন রোজারি এবং সাধারণ সম্পাদক হয়েছেন রক রোনাল্ড রোজারিও।
আরো পড়ুন: বিভিন্ন ধর্মের মানুষ আমরা সবাই বাংলাদেশের নাগরিক: ধর্ম উপদেষ্টা
শুক্রবার (নভেম্বর ২) রাজধানীর তেজগাঁও মাদার তেরেজা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট দল নির্বাচিত হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে পিউস ছেড়াও এবং হেলেন কাপালী, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জেনীভিয়েভ রোজারিও, কোষাধ্যক্ষ হিমেল রোজারিও, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জ্যাস্টিন গোমেজ, সাংগঠনিক সম্পাদক শোভন পল ক্রুশ, ধর্মীয় সম্পাদক শিপ্রা গমেজ, আন্তর্জাতিক সম্পাদক গিলবার্ট গমেজ এবং সদস্য মালা রিবেরু, ম্যানুয়েল ডি প্যারেস ও পলিন ফ্রান্সিস নির্বাচিত হয়েছেন।
![]() |
রাজধানীর তেজগাঁও মাদার তেরেজা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট দল নির্বাচিত হয় |
অনুষ্ঠানে উপস্থিত সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল বলেন, আজকের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমার আশা রাখবো তারা আলোড়ন সৃষ্টি করবেন। বুদ্ধি-বৃত্তির চর্চাই হোক নির্বাচিত দলের মূল।
আরো পড়ুন: ফাদার টেরেন্স রড্রিগস্ চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের নতুন ভিকার জেনারেল
নবনির্বাচিত সভাপতি মিল্টন রোজারি বলেন, ‘সদস্যরা আমাদের উপর আস্থা রেখে আমাদের নির্বাচিত করেছেন। আমারা তাদের নিরাশ করবো না। ভালো কিছু হবে।’
সাধারণ সম্পাদক রোনাল্ড রোজারিও বলেন, ‘এ বিজয় সব খ্রিস্টান লেখকের। এ বিজয় আমাদের সবার। নবযাত্রার সঙ্গী হিসেবে সবাই পাশে থাকবেন দুহাত বাড়িয়ে।’