সম্পাদকীয়, নভেম্বর - ২০২০ : নভেম্বর মাস । বহু দিবস পালন করা হয় এই মাসে। মাসটি শুরু হয় জাতীয় যুব দিবস (১ নভেম্বর) আর শেষ হয় জাতীয় আয়কর দিবস ( ৩০ নভেম্বর ) দিয়ে। এছাড়াও মাসের প্রথম শনিবার- জাতীয় সমবায় দিবস। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর যা আমাদের বাঙালি জাতির জন্যে কলো একটি অধ্যায় ছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে। এই চার নেতা হলেন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। ঘটনার পরদিনই ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রিসালদার মোসলেহ উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয়, তাঁর নেতৃত্বে চার-পাঁচজন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করেন। গুলি করে নেতাদের হত্যা করা হয়। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর ৪ নভেম্বর - সংবিধান দিবস । ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস । ১০ নভেম্বর নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস । ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস । ১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের সর্বদিক দিয়ে সামরিক বাহিনীসহ তৎকালীন বাঙালি আপামর জনতা একত্রে আক্রমণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তানী হানাদারদের ওপর। এই বিশেষ দিনটিকে স্মরণ রেখেই অতীতে বিভিন্ন দিবসে পালিত সশস্ত্র বাহিনী দিবসকে এই দিনে পালন করা হয়। ২৫ নভেম্বর কোন দিবস বা মহাপর্ব না থাকলেও ২০২০ খ্রিস্টাব্দ থেকে এই দিনটি গোটা বিশ্বের জন্যে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। কেননা গত ২৫ নভেম্বর রোজ বুধবার দিয়েগো ম্যারাডোনা বুয়েন্স আয়ার্সে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ জয়ী এই তারকা মাঠে তার ফুটবলের জাদু দেখিয়েছেন অসংখ্যবার। পায়ে আঘাতের পর আঘাত করেও প্রতিপক্ষ আটকাতে পারেনি ফুটবলের এই মহানায়ককে। অপ্রতিরোধ্য গতিতে ছুটে গিয়ে ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করার অসাধারণ ক্ষমতা দেখান এই ফুটবল জাদুকর। ম্যারাডোনা বলেওছিলেন কখনও সময় পেলে বাংলাদেশে আসবেন। কিন্তু তার আর বাংলাদেশে আসা হলো না। বাংলাদেশের মানুষ ম্যারাডোনাকে অন্তর দিয়ে ভালোবাসে। ১৯৯৪ বিশ্বকাপ ফুটবল থেকে যখন ‘ষড়যন্ত্র করে’ ম্যারাডোনাকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন ম্যারাডোনার সঙ্গে বাংলাদেশের মানুষও কেঁদেছিল। ক্ষোভে-দুঃখে রাস্তায় বেরিয়ে গিয়েছিল ফুটবলপাগল মানুষগুলো। প্রিয় ফুটবলারের সেই কান্নার কথা আজও ভোলেনি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর শেষের দিন অর্থাৎ ৩০ নভেম্বর পালন করা হয় জাতীয় আয়কর দিবস ।
![]() |
জাগ্রত হোক জাতীয় চেতনা |
প্রতিবারের ন্যায় এবারও জীবন ও সমাজ-এ বিশেষ-বিশেষ কিছু ফিচার প্রকাশিত হয়েছে যা মূলত প্রকাশ করে করোনাকালে মানুষের পাশে মানুষের একাত্মতা। আর এমনটির ধারাবহিকতা থাকলে আমরাই পারবো আমাদের সামজকে সুন্দর করে গড়তে। করোনা আক্রান্তদের অনেক নিবেদিত প্রাণ সেবিকাগণ তাদের সেবা দিয়েছিলেন। এছাড়াও অনেক প্রতিষ্ঠান ও সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছেন অকাতরে, বাড়িয়েছেন সহযোগিতার উদার হাত। তাদের জানাই হাজারো সালাম। এগিয়ে যাক মানবতা দিকে-দিকে আর ছড়িয়ে দিক তার সুবাস।
জীবন ও সমাজ হলো একটি মাসিক অনলাইন ম্যাগাজিন পোর্টাল। আর মাস শেষে ‘সম্পাদকীয়’-এর মাধ্যমে মাসিক ম্যাগাজিনের পরিপূর্ণতা লাভ করে। আর এই মাসের আয়োজনে ছিল :