এমন যদি হতো !

এমন যদি হতো!


লাকী ফ্লোরেন্স কোড়াইয়া


সুকি বেশ মোটা হয়ে যাওয়াতে এদিক-ওদিক ছুটতে রীতিমতো হাঁপিয়ে উঠছে। আয়নায় নিজেকে দেখে বড্ড বিরক্ত হয়ে বেড়িয়ে এল ঘর থেকে।

কি হলো মন খারাপ কেন গিন্নী?

কী আশ্চর্য! উঠানে কাউকেই দেখতে পেল না। 

আরে ভাই, এই পেয়ারা গাছের দিকে তাকাও...

 ঘরের পাশের পেয়ারা গাছের দিকে তাকালো সুকি।

ওমা, তুমি ওখানে ঝুলে আছো কেন? কখন এলে?

এই তো এলাম কিছুক্ষণ আগেই।আজ অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। বসের শালার বিয়ে কিনা,তাই!

তা তুমি ঘরে না গিয়ে গাছে ঝুলে আছো কেন?

এই একটু ব্যায়াম করছি! তা না হলে তো তোমার মত মোটা হয়ে গেলে তো কবে কে....

কি বললে? আমি মোটা? ঠিক আছে আজ থেকেই আমরণ অনশন করে দিব।মনে রেখো...

সুকি ঘরে প্রবেশ করে বিছানায় উপর হয়ে শুয়ে রইল।

আরে গিন্নী রাগ করলে তো আর সারপ্রাইজটা দেখতে পারবে না,..দরজায় দাঁড়িয়ে বলল সাকি।

লাফ দিয়ে উঠে  বসল সুকি? কি সারপ্রাইজ? 

সাকি এগিয়ে এসে মোবাইলে ফেসবুক অন করে স্ত্রীর সামনে ধরল।

ওমা!একি? সত্যি নাকি গো? এত্ত বড় সু-খবর? আমি তো খেয়ালই করিনি  গো! রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর হতেই পারে না গো!

তবে আর বলছি কি? তবে হাতেও সময় বেশি নেই গো গিন্নী! ত্রীকে দারুণ উৎসাহ দিয়ে বলল সাকি।

ঠিক বলেছ গো। দেখো,সেলিব্রেটি  আমিই...... বলেই নিজের শরীরের দিকে তাকিয়ে থেমে গেল সুকি।

মন খারাপ করে বিছানায় বসে পড়ল।

কি হলো?পাশে বসে জিজ্ঞেস করল সাকি।

আমার এই মোটা  শরীরই আমার বাধা গো।তবে আমি হার মানব না... উঠো, চলো আমার সাথে। উঠে দাঁড়ালো সুকি। 

কোথায় যাবে? অবাক হয়ে প্রশ্ন করল সাকি।

ডায়েটিশিয়ানের কাছে। চ...অ....লো.... 

অগ্যতা এক কাপ কপি খাওয়ার প্রবল ইচ্ছাটা জলাঞ্জলি দিয়ে স্ত্রীর পিছু পিছু ঘর থেকে বেড়িয়ে গেল সাকি। 





       ডাক্তারের চেন্বারে গিয়ে সাকি- সুকি ডাবল অবাক হল।সাকির মত ডজন ডজন স্বাস্থ্যবতীরা আগেই লাইন দিয়ে বসে আছেন। কি আর করা! অধীর আগ্রহে মুখ গোমরা করে সুকি এক কোণায় বসে রইল। 

    মিসেস সুকি শরীর মোটা হওয়ার পাশাপাশি আপনার পেটেও বেশ চর্বি জমে গেছে।কিছু মেডিসিন দিচ্ছি টাইম করে খাবেন আর আমার অ্যাসিস্ট্যান্ট কিছু ব্যায়াম দেখিয়ে দিবেন,তা অবশ্যই করবেন।এই ডায়েট লিস্ট ফলো করবেন।

ডাক্তারের ভিজিট মিটিয়ে দিয়ে সাকি - সুকি চেম্বার থেকে বেড়িয়ে এল রাস্তায়।

আমাদের মোটা তাজা ও স্বাস্থ্যবতী করার জন্য মালিকেরা যে ভূসি, গম, কুড়া দেয়, সেইসব খাওয়া আজ থেকে টোটালি  বাদ। দেশি ঘাস,লতা-পাতা খেয়ে দুই সপ্তাহের মধ্যেই স্লিম হয়ে যাব। পেটের চর্বি কমাবো। এরপর ইয়া বড় বড় ডিম পাড়া শুরু করব! আর রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব! আমারে আর পায় কে? খুশিতে গদগদ কন্ঠে একটানা বলে গেল সুকি।

সুকির চোখের সামনে ভাসছে ফেসবুকের সেই বিজ্ঞাপন -"বড় বড় ডিম পেড়ে রাতারাতি সেলিব্রিটি হউন"!

  সাকি অবাক হয়ে সুকিকে দেখছিল! বাপরে সারা বছর বলেও যাকে অতি ভোজন থেকে দূরে সরানো যায়নি,সে কি না সেলিব্রিটি  হবার জন্য জীবন বাজি রেখে বড় পাড়ার জন্য  প্রস্তুত হচ্ছে?মাগো মা! মহিলারা পারে না এমন কোনো কাজ যা বাকি ছিল, তা আজ সুকির বাণী শোনার মধ্য দিয়ে ষোল কলা পূর্ণ হল!

    কি ভাবছিলেন? সাকি- সুকি মনুষ্য দম্পতি? 

তিনারা হলেন গিয়ে....  থাক, এতক্ষণে তো জেনেই গেলেন, সুতরাং...


ফ্যাক্ট- এমন যদি হতো!


লেখিকা: লাকী ফ্লোরেন্স কোড়াইয়া 

সহযোগী সম্পাদক, 

জীবন ও সমাজ

[জীবন ও সমাজে- পাঠাতে পারেন আপনারও বস্তুনিষ্ঠ লেখা প্রবন্ধ, গল্প ও ফিচার। 
লেখা পাঠানোর ঠিকানা : jibonoshomaj@gmail.com ] 

[দৃষ্টি আকর্ষণ: যদি মনে করেন এমন কোন আলোকিত ব্যক্তিকে নিয়ে আমাদের জীবন ও সমাজের অনলাইন ম্যাগাজিনে বিশেষ ফিচার করা যেতে পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই ফিচার করে তার আলো ছড়াবো, যাতে অন্যরাও সেই ব্যক্তিত্বের আলোয় আলোকিত হতে পারে। 

 আমাদের সাথে যোগাযোগ করুন : jibonoshomaj@gmail.com] 

[পাঠকদের  দৃষ্টি আকর্ষণ:  করোনাকালে আপনার শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠনের এমন কোন অগ্রণী ভূমিকা কি ছিল যা নিয়ে জীবন ও সমাজ-এ ফিচার করা যেতে পারে। তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন : jibonoshomaj@gmail.com] 

Post a Comment

Previous Post Next Post