সিস্টার মেরী প্রসান্ত এসএমআরএ:
মারীয়ার জন্ম উৎসবে আনন্দ চিত্তে আমরা বলে উঠি, জয়, যীশুর মাতার জয়।
ধন্যা কুমারী, সেই ঈশ্বর জননীর জন্মতিথি মানুষের কাছে অসীম ও আনন্দ এনে দেয় ; কেননা এর মধ্যেই গোটা মানবজাতির পরিত্রাণের সূচনা নিহিত।
যেমন কুমারী থেকে ঈশ্বর পুত্রের জন্ম না ঘটলে মানবজাতির মুক্তি সাধিত অসম্ভব ছিল। এটাও আবশ্যক ছিল যে, পৃথিবীতে নেমে এসে স্বর্গরাজ প্রসন্ন হয়ে যে গৃহ তাঁর আবাসরূপে গ্রহণ করার কথা ছিল, আগে সেই গৃহ নির্মিত হোক। এই গৃহ সম্বন্ধে রাজা সলোমন বলেন, "প্রজ্ঞা নিজের গৃহ নির্মাণ করল, তার সাতরা স্তম্ভ খোদাই করল, আর এই গৃহরূপ কুমারী সাতরা স্তম্ভের উপর স্থাপিত; কেননা, পুণ্যময়ী ঈশ্বর জননী পবিত্র আত্মার সপ্তদান দ্বরা অলংকৃতা হল"।
এটাই আবশ্যক ছিল যে, আগে বরের বাসর তৈরী হোক, যিনি মণ্ডলীর সঙ্গে বিবাহ উদযাপন করতে যাচ্ছিলেন। তাই পবিত্র আত্মার আনন্দে উল্লসিত হয়ে বিবাহ গীত গান করতে করতে সলোমন বলেছিলেন, " প্রভু বরের মত বিবাহ বাসর থেকে বেরিয়ে আসেন"।
অতএব, আজকের দিনে সমগ্র পৃথিবী মেতে উঠুক, আর গোটা পুণ্যময়ী মণ্ডলী বরের জননীর জন্মলগ্নে আনন্দ-বন্দনা গানে তাঁর গুণকীর্তণে মেতে উঠুক।
এসো এই দিনে আমরা আনন্দ করি, সমস্ত হৃদয় দিয়ে প্রভুতে উল্লাস করি।
সহায়ক পুস্তক- সন্ন্যাস প্রাহরিক উপাসনা পুস্তক