ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নৃশংসতা জানিয়েছেন পোপ ফ্রান্সিস

 ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নৃশংসতা জানিয়েছেন পোপ ফ্রান্সিস


জ্যাষ্টিন গোমেজ :  ইতালির দৈনিক ‘কোরিয়েরে ডেলা সেরা’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নৃশংসতাকে নিন্দ জানিয়েছেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।  এছাড়াও তিনি বলেছেন, ন্যাটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়ে থাকতে পারে। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল। 


আগ্রাসনের সাফাই গাইতে গিয়ে ধর্মীয় প্রেক্ষাপট হাজির করায় রুশ অর্থোডক্স চার্চ নেতারও সমালোচনা করেন তিনি। পোপ সতর্ক করে বলেন, মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল ‘নিজেকে পুতিনের সেবকে পরিণত করতে পারেন না।’ ইউক্রেনকে অন্য দেশগুলোর  আরও অস্ত্র সরবরাহ করা উচিত কি না, তা জানেন না বলেও তিনি মন্তব্য করেছেন। ইতালির দৈনিক ‘কোরিয়েরে ডেলা সেরা’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণকে ক্ষোভের প্রকাশ হিসেবে দেখছেন তিনি।

পোপ বলেন, ‘আমি জানি না, দেশটি কোনো ঘটনায় হামলায় প্ররোচিত হয়েছে কি না, তবে প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর উপস্থিতি সম্ভবত সেই সুযোগ করে দিয়েছে।’ এদিকে মঙ্গলবার ক্রেমলিনের আর্চেঞ্জেল ক্যাথেড্রালে ধর্মীয় ভাষণে প্যাট্রিয়ার্ক কিরিল দাবি করেন, রাশিয়া কখনো অন্য কোনো দেশে হামলা চালায়নি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। রাশিয়া কখনো কাউকে আক্রমণ করেনি।’ প্যাট্রিয়ার্ক কিরিল বলেন, ‘এটা বিস্ময়কর যে একটি বিশাল ও শক্তিশালী দেশ কখনো কাউকে আক্রমণ করেনি। দেশটি কেবল তার সীমান্তগুলো রক্ষা করেছে।’


[জীবন ও সমাজে- পাঠাতে পারেন আপনারও বস্তুনিষ্ঠ লেখা প্রবন্ধ, গল্প ও ফিচার। 
লেখা পাঠানোর ঠিকানা : jibonoshomaj@gmail.com ] 

[দৃষ্টি আকর্ষণ: যদি মনে করেন এমন কোন আলোকিত ব্যক্তিকে নিয়ে আমাদের জীবন ও সমাজের অনলাইন ম্যাগাজিনে বিশেষ ফিচার করা যেতে পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই ফিচার করে তার আলো ছড়াবো, যাতে অন্যরাও সেই ব্যক্তিত্বের আলোয় আলোকিত হতে পারে। 

 আমাদের সাথে যোগাযোগ করুন : jibonoshomaj@gmail.com] 

[পাঠকদের  দৃষ্টি আকর্ষণ:  করোনাকালে আপনার শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠনের এমন কোন অগ্রণী ভূমিকা কি ছিল যা নিয়ে জীবন ও সমাজ-এ ফিচার করা যেতে পারে। তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন : jibonoshomaj@gmail.com]  


Post a Comment

Previous Post Next Post