ঋণদান ও ঋণখেলাপী

 

ঋণদান ও ঋণখেলাপী


পল পিটার গমেজ : সমাজে এমন অনেক ব্যক্তি আছেন, যারা বিভিন্ন সময় সমবায় ঋণদান সমিতি বা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য হয়ে ঋণ গ্রহণ করেছেন, অথচ সেই ঋণ শর্ত অনুযায়ী পরিশোধ করছেন না। এর ফলে ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে দিনে-দিনে ঝুঁকির বৃদ্ধি পাচ্ছে। যা কোনভাবেই আমাদের সমবায় ঋণদান সমিতি বা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জন্য শুভ নয়। সভার মোট ৩২ খ্রিস্টাব্দ হতে সর্বমোট ১০৪ জন সমবায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে খ্রিস্টান সমবায় সমিতিসমূহের সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। উক্ত সভাতেই পরিষদের রূপরেখা প্রণয়ের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি হিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। যথানিয়মে উপবিধি-উপ-আইন প্রণয়নের কাজ সম্পন্ন করে সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে। তাছাড়া, ঋণখেলাপীদের অবস্থা বিবেচনা করার পাশাপাশি সমবায়ী ঋণদান সমিতির সঠিক সিদ্ধান্তে পৌছুতে হবে।


লেখক: সমবায়ী মাঠকর্মী

Post a Comment

Previous Post Next Post