রত্না বাড়ৈ হাওলাদার
![]() |
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী |
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তো তুমি। সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি । বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হচ্ছে এ দিনটি। গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ, যা এবছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে ।
এছাড়াও, বছরজুড়ে নানা আয়োজনে উদ্যাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বর্ণিল সেসব আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক ফুটে উঠেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সঙ্গে মুজিববর্ষের আয়োজনে সঙ্গী হয়েছেন নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরাও। বিশ্বব্যাপী আয়োজকরা বিভিন্ন আয়োজনের মধ্যেদিয়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে উৎসবটি পালন করেছে।
![]() |
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী |
শস্যচিত্রে বাঙালি জাতির মহানায়ক
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অঙ্কিত হয়েছে সবুজ এবং সোনালী সদ্য গজিয়ে ওঠা জীবন্ত ধান ক্ষেতে। সোনার বাংলার সোনার মানুষেরা কি না পারে । জাতির পিতার সুযোগ্য সন্তানেরা কি না পারে । সত্যি আজ মেধাবীদের অবদানের স্বীকৃতি যে প্রস্ফুটিত হয়ে গিনেজ বুকে স্থান পেয়েছে । এ যেন বিশাল পাওয়া বাঙালির জীবনে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মঙ্গলবার (১৬ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।
![]() |
শস্যচিত্রে বঙ্গবন্ধু |
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে এক লাখ ১৯ হাজার ৪৩০ বর্গমিটার জমিনে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। চীন থেকে আনা হয়েছে বেগুনি রঙের এফ-ওয়ান জাতের ধানের চারা। কয়েক মাসের প্রস্তুতি শেষে গত মাসের প্রথম দিকে কাজ শুরু হয় মাঠে। শস্যক্ষেতে একজন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলে গিনেস রেকর্ড দখলে নেয়াই ছিল লক্ষ্য। শেরপুরের বালেন্দা গ্রামে দেখা যায়, বাংলার জমিনে বঙ্গবন্ধুকে, দেখতে আসেন শতাধিক মানুষ। অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। ইতিহাসের অংশ হতে পেরে যেমন আনন্দিত স্থানীয়রা, তেমনি এই শিল্পকর্মটি দেখতে পেয়ে আনন্দিত দর্শনার্থীরাও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরো প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিডেটড। এতে অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। ন্যাশনাল এগ্রিকেয়ার জানিয়েছিল, বঙ্গবন্ধু যেহেতু কৃষকবান্ধব নেতা ছিলেন, তাই তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানাতেই এই শিল্পকর্মটি করা।
গত ডিসেম্বরে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়। এরপর ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।
গত ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় ১৪০ নারী শ্রমিক ধানের চারা রোপণ করেছেন। এর আগে বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজের ১০০ শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা শুকনো জমিতে প্রায় এক হাজার ২০০ খুঁটি পুঁতে প্রতিকৃতিটির লে-আউট করেন। ওই ১০০ বিঘা জমি কৃষকদের কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়ে সাত মাসের জন্য লিজ নেয়া হয়েছে। এই ফসল উঠে গেলে কৃষকরা আবার তাদের জমি ফেরত পাবে।
হলফ করে বলতে পারি নারীরাও পারে
আমি তোমাকে দেখেছি তোমার গল্প শুনেছি । তুমি যে বাঙালির জনক। তুমি যে জাতির পিতা। তোমার শতবার্ষিকী উদ্যাপন করতে পেরে আজ আমরা ধন্য। আমরা গর্বিত তোমারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি তোমার জন্মকৃত বাংলাকে সোনার বাংলায় সাজিয়েছে নব সাঁঝে। নব জন্মে তোমার জন্মশতবার্ষিকীতে।
নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন যে, "মেয়েরা বোকা নয়। তাদের বুদ্ধিমত্তা আছে বলেই তারা পুরুষের সমান অধিকার দাবি করে। কারণ মেয়েরা জানে না যে, তারা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর। মেয়েদের আপনি যে দায়িত্বই দেন না কেন, সে সেটাকে আরও অধিক উচ্চকিত কিছু বানিয়ে দিবে। সত্যি প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকৃত্রিম গভীর ভালবাসায় ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারাবন্দীদের জন্য উন্নত মানের খাবার প্রদান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের কারাবন্দীদের উন্নত মানের খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ করা হবে। কারাগারে বন্দী থাকা ৮৬ হাজার ২১৩ জন বন্দী ও কয়েদিদের মধ্যে এ খাবার পরিবেশনের জন্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলার মসলিন
শেখ হাসিনা, যিনি বাংলার মসলিন আবার ফিরিয়ে এনেছেন অথচ যেটা গত শত বছরে কোন নেতার মাথায় আসেনি। "১৭০ বছর পর আবার বাংলাদেশে তৈরি হল মসলিন কাপড়। " ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ত্র ও পাট মন্ত্রনালয়ে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক, গবেষণা করে মসলিন কাপড় আবার ফিরিয়ে আনতে হবে। গবেষণায় নিযুক্ত গবেষকদের সব ধরনের লজিস্টিক সাপোর্টই দেয়া হয় এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়া কথা বলা হয়।
![]() |
বাংলার মসলিন |
তাঁদের প্রথম কাজ ছিলো, যে তুলা থেকে সুতা কেটে মসলিন শাড়ি বোনা হতো, সেই তুলার গাছ তথা ফ্রুটি কার্পাস খুঁজে বের করা। আরো দরকার, মসলিনের একটি নমুনা বা স্যাম্পল। মসলিন কাপড়ের নমুনা পেলে তার সুতার ডিএনএ সিকুয়েন্স বের করে ফুটি কার্পাস গাছের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এই গাছ পূর্ব ভারত তথা বাংলাদেশে চাষ হতো বলে সেখানে লেখা রয়েছে।
কিন্তু হাতে কোনো মসলিন কাপড়ের নমুনা নেই, নেই ফুটি কার্পাসের কোনো চিহ্নও। ছিল শুধু সুইডিস গবেষক ক্যারোলাস লিনিয়াসের লেখা ‘স্পেসিস প্লান্টেরাম’, আবদুল করিমের ‘ঢাকাই মসলিন’–এর মতো কিছু বই।
পদ্মার বুকে স্বপ্নের সেতু
পদ্মার বুকে স্বপ্নের সেতু : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ যেন ক্রমান্বয়ে অসাধ্য সাধন করে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন বাংলাদেশের সুশাসন পদ্ধতি । প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন পূরণের আকাঙ্খায় পদ্মা সেতু নির্মাণের মতো এতো বড় দুরূহ কাজটি বাস্তবায়নও পিছ্-পা হননি। কুন্ঠাবোধ করেননি ।
![]() |
পদ্মার বুকে স্বপ্নের সেতু |
বিশ্বের উত্তাল নদীগুলোর মধ্যে পদ্মা অন্যতম। পানিপ্রবাহের দিক থেকে দক্ষিণ আমেরিকার আমাজনের পর দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা। এ ধরনের খরস্রোতা নদীতে এর আগে সেতু নির্মাণ হয়নি। পানিপ্রবাহের দিক থেকে পদ্মার প্রবাহ বিশ্বের মধ্যে দ্বিতীয়। নদীর তলদেশে ব্রিজের যে কাজ হবে সেখানে পদ্মার পানিপ্রবাহ আমাজন নদীর পরেই। এই হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পানিপ্রবাহের মধ্যে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি স্থাপনার উদ্যোগ নেওয়া সাহসী কাজ। পদ্মা বহুমুখী সেতু ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা পাবে’। পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে লিখতে গেলে একটি বই প্রকাশ হয়ে যাবে। সে কাজটি না হয় অন্য সময় চেষ্টা করব।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুদ্রিত পোস্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চারটি মুদ্রিত পোস্টার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ পোস্টার প্রকাশ করে। জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পোস্টারগুলোর শিরোনাম করা হয়েছে ‘মুক্তির মহানায়ক’, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, এবং ‘মুজিব চিরন্তন’।
মুদ্রিত পোস্টারগুলো সারাদেশে বিতরণ করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে এই চারটি পোস্টার পাঠিয়ে বিদেশেও প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে গত ১৫ মার্চ একই শিরোনামে ই-পোস্টার প্রকাশ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। এই ই-পোস্টার জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানানো হয় কমিটির পক্ষ থেকে।
আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর করছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। এছাড়াও, ১২ লাখ কোভিড এর ডোজ উপহার দেবেন আজ। ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।
![]() |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |