সবাই সবাইকে শ্রদ্ধা করব, সুন্দর সমাজ গড়বো

সম্পাদকীয়, অক্টোবর- ২০২০ : ২০২০ সালের এক একটি মাস অতিক্রম হচ্ছে আলোচিত হচ্ছে বিভিন্ন বিষয়ে। কোন বিষয় ইতিবাচক কিংবা নেতিবাচক। এবারের অক্টোবর মাসের শুরুতেই ছিল বিশ্ব প্রবীণ দিবস। আর এবারের প্রতিপাদ্য বিষয় হিসেবে বেছে নেয়া হয়েছে ÔPandemics : Do They Change How We Address Age and Ageing?Õ অর্থাৎ, বৈশ্বিক মহামারির বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা এবং এই প্রতিপাদ্যটি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনূদিত ও নির্ধারিত। যা সকল ধরনের প্রচার-প্রচারণায় ব্যবহার করতে হবে বলে অবগত করেছেন। বর্তমান সময়ের উপযুক্ত একটি প্রতিপাদ্য বেছে নেয়া হয়েছে এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসে। সময়ও আজকাল কম-বেশি সবারই অস্বাভাবিক যাচ্ছে। সারা বিশ্বের এই সঙ্কটকালে প্রবীণেরাই বেশি মাত্রায় ঝুঁকিতে আছে। এটা ছাড়াও প্রতিনিয়তই তাদের নিয়ে সমাচারে দেখা যায়, এ সময় তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে বলে সংসার, পরিবার কিংবা সমাজে অনেকটা মূল্যহীন হয়ে পড়ে। এমনও সমাচার রয়েছে, অনেকে প্রবীণদের সংসারের বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিংবা বাড়ি থেকে বের করে দেয়। ফলে, তাদের অমর্যাদাকর করুণ পরিণতি বরণ করতে হয়। এই সঙ্কটকালীন যেন আমরা সমাজের প্রবীণদের প্রতি আরেকটু বেশি নজর দিতে পারি, সে জন্যেই মূলত এই প্রতিপাদ্য নেয়া হয়েছে। সেই সাথে এই মাসেরই ১৭ তারিখ পালন করা হল বিখ্যাত লালন সাঁই-এর মৃত্যুবার্ষিকী। গত হয়ে যাওয়া এই প্রাজ্ঞ প্রবীণ লালন সাঁই এর জীবনের আদর্শ অনুসরণ করলে জীবনের অর্থ বোঝা যায়। আধ্যাত্মবাদী এই দার্শনিকের মূল্যবোধ সত্যিই অতুলনীয় ও অনুধ্যান করার মত।

সবাই সবাইকে শ্রদ্ধা করব, সুন্দর সমাজ গড়বো

আমাদের সমাজে এই ধরণের মূল্যবোধ রয়েছে প্রচুর। পরসংবাদ তা চর্চার বড় অভাব। তাই অরাজকতার বিরাজ আজ সর্বত্র। তার প্রমাণ ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়া। মানুষের মধ্যে পশুত্বের স্বভাবটা মাত্রাতিরিক্ত হারে জেগে উঠেছে। সর্বত্রই অন্দোলন ও মানবন্ধন এর মাধ্যম্যে প্রতিবাদ জানানো হচ্ছে। কিন্তু থামছে না কোনভাবেই। যে শ্রেণীর মানুষের কাছে আশা করা যায় না, আজ তাদের মধ্যে জেগে উঠেছে নারীর প্রতি আগ্রাসী মনোভাব। এভাবে চলতে থাকলে নারীরা কোথায় গিয়ে তাদের নিরাপদ আশ্রয় খুঁজে পাবে! 

প্রবীণদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। প্রবীণদের, নারীদের যথাযোগ্য সম্মান, মর্যাদা ও সেবাপ্রদানের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবেও ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। অনলেইনে ক্লাস করার নামে তারা যেন হারিয়ে না যায় অতল গহ্বরে। পরিবারে সন্তানদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ কথা সবাইকে মনে রাখতে হবে, প্রবীণ পরিবার বা সমাজে বোঝা নন বরং তারা মূল্যবান সম্পদ। ‘পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩’ যেন শুধু আইনেই সীমাবদ্ধ না থাকে। এই আইনে বলা হয়েছে, পিতা-মাতার ভরণপোষণে ব্যর্থতার জন্য সন্তানের সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। অনাদায়ে তিন মাস কারাভোগেরও ব্যবস্থা রয়েছে। এর থেকে দ্রুত পরিত্রাণের জন্য সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। ভাল থাকুক আমাদের সমাজের প্রিয় প্রবীণজনেরা, প্রতিটি নারী তথা আমাদের মা-বোনেরা। কেননা তারা তো জীবনের জন্যে অনুপ্রেরণার উৎস। এছাড়াও, শিক্ষাব্যবস্থায় করোনাঘাতের ফলে শিক্ষাক্ষেত্রে বিশাল এক পরিবর্তন এসেছে, তার সাথে মানিয়ে নিয়েই সমতল ও দুর্গম সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই পারিপার্শ্বিক দিক বিবেচনা করে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। যা বাস্তবায়ন করাও চ্যাল্যাঞ্জিংও বটে কিন্তু শিক্ষকদের নিবেদিত প্রয়াস ও শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তির জোরেই শিক্ষাদান করা সম্ভব হয়ে ওঠেছে। এভাবেই প্রবীণ ও মহামানবদের অনুসরণ করে প্রতিভার বিকাশ ঘটুক নতুন প্রজন্মের। পূর্বসূরীদের প্রতি শ্রদ্ধা, লালন সাঁইদের মত মহামানবদের অনুসরণের মধ্যদিয়ে শিক্ষার প্রসার ঘটুক এবং সেইসাথে সকল ব্যবধান তুচ্ছ করে গড়ে উঠুক মিলন সমাজ এটাই হোক আগামী দিনের প্রত্যাশা।

জীবন ও সমাজ হলো একটি মাসিক অনলাইন ম্যাগাজিন পোর্টাল। আর মাস শেষে ‘সম্পাদকীয়’-এর মাধ্যমে মাসিক ম্যাগাজিনের পরিপূর্ণতা লাভ করে। আর এই মাসের আয়োজনে ছিল : 


Post a Comment

Previous Post Next Post