কবিতার বই "বনসিক্তা"

রত্না বাড়ৈ : 

আমি রত্না বাড়ৈ, এটি আমার দ্বিতীয় পুরস্কার। আমার পরম করুণাময় সৃষ্টিকর্তাকে অন্তরের অন্তরস্থল থেকে অবনত মস্তকে প্রণাম এবং ধন্যবাদ করছি । আমার আরেকটি তালন্তকে বিকশিত করবার শক্তি, সুযোগ এবং সামর্থ দান করেছেন।
ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণের প্রিয় পাঠককুলের অনুপ্রেরণার জন্য আজকে আমি এই উপাধি লাভ করতে পেরেছি । সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ।
ধন্যবাদ জানাচ্ছি আমার এই বিশালতার পিছনে থেকে, যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে । সত্যি তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি । সৃষ্টিকর্তা তাদেরকে দীর্ঘজীবী করুন ।
যারা আমার এই বইটি নিজ সংরক্ষণে রাখতে চান তারা এই ওয়েবসাইটের Contact এই গিয়ে যোগাযোগ করুন। বইটির দাম ১০০ টাকা। ঢাকার ভিতরে কুরিয়ার করা হয়। কুরিয়ার সহ ১৫০ টাকা। 

1 Comments

  1. দারুণ সুন্দর লাগলো দিদি। অভিনন্দন। শুভ কামনা।

    ReplyDelete
Previous Post Next Post