আজ প্রথম প্রেম দিবস

 

জীবন ও সমাজ : ৮ই সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হয়। প্রথম প্রেম জীবনে হঠাৎ আসে, তা কখনও স্থায়ী হয়, আবার কখনও সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। বুক চিনচিন করে মনের মানুষকে না পেলে। তবে যদি সেটা  প্রথম প্রেম হয়, তাহলেতো কোন কথাই নেই। প্রথম প্রেম সকল প্রেমিকদের জন্যই ‍সুন্দর একটি অনুভূতি। প্রেমের অভিজ্ঞতা কম-বেশি সকলেরই আছে। অনেকেই বলে, প্রথম প্রেম নাকি কখনও ভোলা যায় না। তবে একেকজনের একেক রকম অভিজ্ঞতা। কেউ প্রথম  প্রেমে নিজের সবকিছু উজার করে দেয়, আবার কেউ নতুন শেখে ভালোবাসা প্রকৃতপক্ষে কি? অনেকের প্রথম প্রেমের অভিজ্ঞতা প্রথম প্রেমে নয়, দ্বিতীয়, তৃতীয় প্রেমে এসে বুঝতে পারে। তাই হয়তো হূমায়ন আজাদ বলেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’ সেজন্য প্রতিটি প্রেমই হতে পারে আপনার প্রথম প্রেম। তবে, মনের মতো মানুষ পাওয়া খুবই দুষ্কর, তাই মানিয়ে নিতে হয় অনেক কিছুর সাথেই। ভালোবাসা সব মানিয়ে নিতে পারে। সেজন্যই জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন, “এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে ।“ এটাই যেন বাস্তবতা। যদিওবা প্রেম বেদনার নীল দরিয়ায় ভাসায়, অবহেলা, অপেক্ষা উপেক্ষায় কাটে, তবুও মানুষ  বারে-বার প্রেম খুঁজে ফিরে। তাই এন্ডু কিশোর সুরে-সুরেই বলেছেন, ‘আমি চিরকাল প্রেমের কাঙ্গাল’।

 কাজেই, মানবজীবনে বেঁচে থাকতে প্রেম প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। আপনার প্রতিটি প্রেমই প্রথম প্রেম হোক, তবে তা যেন আপনাকে প্রকৃত প্রেমের স্বাদ ও অভিজ্ঞতা এবং শিক্ষণ দেয় এটাই কামনা করি। 

Post a Comment

Previous Post Next Post